নওগাঁর ধামইরহাট উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই আব্দুল কাউয়ুম নামে একজনের মৃত্যু হয়েছে।
উপজেলার বিহারিনগর বাইপাসে রোববার দুপুরে এই দুর্ঘটনায় মোটরসাইকেলের আরোহী আরও দুজন আহত হয়েছেন। তারা হলেন- বেলডাঙ্গা গ্রামের আলিম ও আকতার হোসেন।
আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে আলিমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ধামইরহাট থানার ওসি বাহাউদ্দীন ফারুকী বলেন, ‘আব্দুল কাউয়ুম দুই সঙ্গীকে নিয়ে উপজেলা সদর থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে কাউয়ুম ঘটনাস্থলেই মারা যান।
‘মোটরসাইকেলে থাকা আরও দুজন আহত হলে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
তিনি জানান, ঘটনার পর পরই অটোরিকশা রেখে চালক পালিয়ে গেছেন। অটোরিকশা ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।