রাজধানীর প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালনে বিএনপি কিংবা আওয়ামী লীগকে অনুমতি দেয়া হয়নি বলে শুক্রবার রাতে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ঢাকার প্রবেশপথগুলোতে শনিবার বেলা ১১টা থেকে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। একই কর্মসূচি ঘোষণা করে বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গীরা।
নয়াপল্টনে শুক্রবার বিএনপি আয়োজিত মহাসমাবেশে অবস্থান কর্মসূচি ঘোষণার পরপরই পাল্টা ঘোষণা আসে ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের তিন সংগঠন আয়োজিত সমাবেশে ওবায়দুল কাদের হুঁশিয়ারি দেন, বিএনপি রাস্তা বন্ধ করলে আওয়ামী লীগ তাদেরই রাস্তা বন্ধ করে দেবে।
যুবলীগের পক্ষ থেকে শুক্রবার রাতে ঘোষণা দেয়া হয়, ঢাকার গুরুত্বপূর্ণ সব প্রবেশমুখে শনিবার শান্তি সমাবেশ করা হবে। সংগঠনটির প্রচার সম্পাদক জয়দেব নন্দী জানান, শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তাদের সমাবেশ চলবে।
এমন পরিস্থিতিতে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক এক বার্তায় বলেন, ‘আগামীকাল শনিবার বিএনপি ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন রাজধানীর ঢাকার সকল প্রবেশমুখে সকাল ১১টা হতে বিকাল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। উক্ত রাজনৈতিক দলসমূহ ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিকট হতে এই অবস্থান কর্মসূচি পালনের জন্য কোনো অনুমতি গ্রহণ করেনি।
‘আইনশৃঙ্খলা অবনতির গোয়েন্দা প্রতিবেদন ও জনদুর্ভোগের বিষয় বিবেচনায় আগামীকালের সকল রাজনৈতিক দলের অবস্থান কর্মসূচি পালনে ডিএমপির পক্ষ থেকে অনুমতি দেয়া হলো না।’