মুন্সীগঞ্জের লৌহজংয়ে গ্রেপ্তার নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফীল হিন্দাল শারক্বীয়ার আমির আনিসুর রহমানসহ তিনজনকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছে আদালত।
মামলার তদন্তকারী কর্মকর্তা লৌহজং থানার পরিদর্শক সাইফুল ইসলাম বুধবার দুপুরে আসামিদের ১০ দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেন। শুনানি শেষে মুন্সীগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক নাজমিন আক্তার আসামিদের পাঁচ দিন করে রিমান্ডে নেয়ার আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেন মুন্সীগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক জামাল হোসেন।
পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বড় নওপাড়া গ্রামের একটি বাড়িতে সোমবার ভোরে ওই জঙ্গিদের ধরতে অভিযান চালায় র্যাব। সেখান থেকে নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফীল হিন্দাল শারক্বীয়ার আমির আনিসুর রহমানসহ তিনজনকে আটক করা হয়।
‘এ সময় দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, বোমা তৈরির সরঞ্জাম, উগ্রবাদী পুস্তক ও নগদ অর্থ জব্দ করা হয়। পরে লৌহজং থানায় তিনজনের নামে মামলা করে পুলিশ।’