ভারতের নয়াদিল্লিতে যমুনা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে অতিক্রম করেছে।
যমুনার পানির বিপৎসীমা ২০৫.৩৩ মিটার হলেও শুক্রবার তা ১৫ সেন্টিমিটার বেড়ে ২০৫.৪৮ মিটারে রয়েছে।
গত মঙ্গলবার যমুনার পানি ২০৮.৬৬ মিটারে পৌঁছায় যা ৪৫ বছরের সর্বোচ্চ রেকর্ড। বুধবার বিকেলে পানির প্রবাহ কমে ২০৫.২২ মিটারে রেকর্ড করা হয় ।
এনডিটিভির এক প্রতিবেদন-এ জানা যায়, বন্যার ফলে বেশ কয়েকটি নিচু এলাকা তলিয়ে গেছে এবং অনেক রাস্তা প্লাবিত হয়েছে। তাই এলাকাগুলোতে পুনর্বাসন প্রচেষ্টা আরও বিলম্বিত করেছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা ধারণা করছেন, পাহাড়ি এলাকা বৃষ্টির কারণে ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে। হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে জলাধার এলাকায় দুই-তিন দিনে জলস্তর সামান্য বেড়েছে।