ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের ব্যর্থতায় রাজধানীতে ডেঙ্গু মহামারি রূপ নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা প্রকৌশলী ইশরাক হোসেন।
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ডিএনসিসিতে ২০২০ সালের নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল এবং একই বছরে ডিএসসিসি নির্বাচনে দলটির প্রার্থী ইশরাক হোসেন।
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে শুরুতে বক্তব্য দেন তাবিথ আউয়াল। তিনি ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরার পাশাপাশি দুই সিটি করপোরেশনের কার্যক্রমের সমালোচনা করেন।
পরে ইশরাক তার বক্তব্যে বলেন, ‘আমি আজকে মূল যে বিষয়টাতে আসতে চাই, সেটা হলো যে, বর্তমানে মেয়র পদে অবৈধভাবে চেয়ার দখল করে যে আসীন হয়ে রয়েছে দুইজন ব্যক্তি, মেয়র আতিক এবং মেয়র তাপস, আমি ব্যক্তিগতভাবে তাদের আক্রমণ করতে চাই না, বাট আমি ব্যক্তিগতভাবে তাদের মেয়র বলেও আখ্যা দিতে চাই না।
‘আমি বলব, এরা সরকার কর্তৃক নিয়োগকৃত প্রশাসক, অবৈধ প্রশাসক। এরা বিনা ভোটে জোর করে ক্ষমতা দখল করে সিটি করপোরেশনের চেয়ারে বসে আছে। তাদের ব্যর্থতার কারণেই আজকে ডেঙ্গু এই মহামারি আকারে রূপ নিয়েছে।’
তিনি আরও বলেন, আজকের দিন পর্যন্ত বাংলাদেশে ডেঙ্গু আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যার যে পরিস্থিতি, তাতে বিশেষজ্ঞরা বলছেন যে, গত ২৪ বছরের রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। এ রকম একটি পরিস্থিতি বাংলাদেশ অতিক্রম করছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হিসাব অনুযায়ী, সারা দেশে ৫ হাজার ৯৩৭ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ৫২২ ও ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ২ হাজার ৪১৫ জন রয়েছেন।
অধিদপ্তরটি জানায়, এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৫৫ জনের।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ জুলাই পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৫৪৭ জন। তাদের মধ্যে ঢাকায় আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ২৪৩ জন। ঢাকার বাইরে সারা দেশে আক্রান্ত রোগীর সংখ্যা ১০ হাজার ৩০৪ জন।