পঞ্চগড় আদালতে পুনর্গণনায় বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন পরাজিত এক চেয়ারম্যান প্রার্থী।
সিনিয়র সহকারী জজ ইসমাইল হোসেনের উপস্থিতিতে বৃহস্পতিবার পঞ্চগড় সদর আদালতে এই পুনর্গণনা হয়।
পুনর্গণনায় বেশি ভোট পাওয়া চেয়ারম্যান প্রার্থী জামেদুল ইসলাম ২০২২ সালের ৫ জানুয়ারি ঘোড়া মার্কা নিয়ে দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউনিয়ন পরিষদে নির্বাচন করেন। নির্বাচনে জামেদুল ইসলাম নৌকা মার্কার প্রার্থী আজগর আলীর কাছে ৭১ ভোটে হেরে যান।
পরে জামেদুল নির্বাচন ট্রাইব্যুনালে ভোট পুনর্গণনার মামলা করেন। মামলার বাদী ও বিবাদীপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষে ভোট পুনর্গণনার রায় দেয় বিচারিক আদালত।
এ ঘটনায় বিবাদীপক্ষ উচ্চ আদালতে আপিল করে। উচ্চ আদালত বিচারিক আদালতের রায় বহাল রাখার নির্দেশ দিলে বৃহস্পতিবার বিকেলে আদালতকক্ষে পুনর্গণনা শুরু হয়।
বাদীপক্ষের আইনজীবী আনোয়ারুল ইসলাম খায়ের জানান, পরাজিত প্রার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ইউনিয়নের দুটি কেন্দ্রের ভোট পুনর্গণনা করা হয়।
শান্তিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জামেদুল ইসলাম ৫৩৮ ভোট পেয়েছিলেন। পুনর্গণনায় এ কেন্দ্রে তিনি ৫৪৩ ভোট পান। নৌকা মার্কার প্রার্থী আজগর আলী এ কেন্দ্রে ৭৮৫ ভোট পেয়েছিলেন। পুনর্গণনায় তিনি ৭১১ ভোট পান।
অপর কেন্দ্র বিনয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৌকা মার্কার আজগর আলী ৬৯১ ভোট পেয়েছিলেন। আদালতের পুনর্গণনায় তিনি ৬৫১ ভোট পান। মাজেদুল ইসলাম ঘোড়া মার্কা নিয়ে আগে ৮৩২ ভোট পেয়েছিলেন। পুনর্গণনায় তিনি ৮৩০ ভোট পান।
ভোট পুনর্গণনার সময় দুই কেন্দ্রের প্রিসাইডিং অফিসাররাও উপস্থিত ছিলেন।
পুনর্গণনা শেষে সিনিয়র সহকারী জজ ইসমাইল হোসাইন প্রিসাইডিং অফিসারদের উদ্দেশে বলেন, ‘আপনাদের আরও সতর্ক ও দায়িত্বশীল হতে হবে।’