সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে ২৪ জন পুলিশ সুপারের বদলির নির্দেশনা দেয়া হয়।
পুলিশ সুপার পদে কর্মরত বাংলাদেশ পুলিশের ২৪ জন কর্মকর্তাকে বদলির নির্দেশ দেয়া হয়েছে।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদেরকে বদলির এই নির্দেশনা দেয়া হয়েছে।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, বদলির আদেশপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের মধ্যে ১১জনকে ১১টি জেলায় পুলিশ সুপার পদে পদায়ন করা হয়েছে। বাকিদের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।