বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঢাকা-১৭ আসনে ভোট শেষে ফলের অপেক্ষা

  • নিজস্ব প্রতিবেদক   
  • ১৭ জুলাই, ২০২৩ ১৬:৫৮

ভোটের পরিবেশ সার্বিকভাবে শান্তিপূর্ণ থাকলেও ভোট শেষের প্রাক্কালে মারধরের শিকার হন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম। অন্য স্বতন্ত্র প্রার্থী তরিকুল ইসলাম ভোট বর্জন করেন দুপুরেই।

শেষ হয়েছে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ। চলছে ভোট গণনা।

সোমবার সকাল ৮টায় শুরু হয়ে বিকেলে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এই ভোটগ্রহণ চলে।

ভোটের পরিবেশ সার্বিকভাবে শান্তিপূর্ণ থাকলেও ভোট শেষের প্রাক্কালে মারধরের শিকার হন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম। অন্য স্বতন্ত্র প্রার্থী তরিকুল ইসলাম ভোট বর্জন করেন দুপুরেই।

এ নির্বাচনে প্রার্থী ছিলেন মোট আটজন। তারা হলেন- নৌকা প্রতীকে আওয়ামী লীগের মোহাম্মদ আলী আরাফাত, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির সিকদার আনিসুর রহমান, গোলাপ ফুল প্রতীকে জাকের পার্টির মো. রাশিদুল হাসান, ছড়ি প্রতীকে সাংস্কৃতিক মুক্তিজোটের মো. আকতার হোসেন, ডাব প্রতীকে বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন, সোনালি আঁশ প্রতীকে তৃণমূল বিএনপি’র শেখ হাবিবুর রহমান, একতারা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিরো আলম এবং ট্রাক প্রতীকে তরিকুল ইসলাম।

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটার উপস্থিতি ছিল কম। তবে, ভোটের পরিবেশ ছিলো শান্তিপূর্ণ। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষে এখন ভোটগণনার পালা। ব্যালট পেপারে ভোট হওয়ায় ভোটের ফল জানতে সময় কিছুটা বেশি লাগবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটের পরিবেশ ভালো ছিল বলে দাবি করেছেন নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা।

তিনি বলেন, ‘আমি বনানী বিদ্যা নিকেতন কেন্দ্রে গিয়েছিলাম। দু’একটা কক্ষ দেখেছি। সেখানে আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখেছি। এজেন্ট আছে একজন প্রার্থীর, সেটা দেখেছি। প্রিসাইডিং অফিসার বলেছেন- কিছু কিছু এজেন্টের তালিকা এখনও আসেনি, হয়তো আসবে। ভোটের পরিবেশ ভালো, তেমন কিছু নজরে আসেনি। সিসি ক্যামেরায় অনিয়ম দেখিনি। পরিবেশ ভালো।’

ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে সকালে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেয়ার পর সাংবাদিকদের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত বলেন, ‘আমরা সবাইকে বলছি শুধু ভোট দিতে আসেন।’

নিজের ভোট দেয়ার অনুভূতি জানিয়ে এই প্রার্থী বলেন, ‘ভোট তো সব সময় নৌকায় দিয়েছি। ভোট দিয়ে ভালো লাগছে। তবে নৌকায় ভোট দেয়াটা বড় কথা আমার জন্য।’

সকালে বনানী মডেল স্কুল কেন্দ্র পরিদর্শনে গিয়ে আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম অভিযোগ করেন, কেন্দ্রগুলো থেকে তার এজেন্টদের বের করে দেয়া হচ্ছে। একই ধরনের অভিযোগ করে ভোট বর্জন করেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তরিকুল ইসলাম।

হিরো আলমের অভিযোগের বিষয়ে রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘যথাযথ ফরম পূরণ করে এজেন্টদের কেন্দ্রে পাঠাননি একতারা প্রতীকের প্রার্থী। নির্বাচনের একটি নিয়ম-বিধি আছে। সেটা মানেননি হিরো আলম। এজন্য তার এজেন্টকে কেন্দ্রে ঢুকতে দেয়া হয়নি।’

ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক ১৫ মে মারা যাওয়ায় এই সংসদীয় আসন শূন্য হয়।

এ বিভাগের আরো খবর