‘জয় বাংলা’ স্লোগান আওয়ামী লীগের একক সম্পত্তি নয় বরং আওয়ামী লীগ জয় বাংলাকে কুক্ষিগত করেছিল বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী।
শনিবার সন্ধ্যায় সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে নারীপক্ষের আয়োজনে তরণ নারী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াত আইভী নারীদের অধিকার নিয়ে বক্তব্য দেন।বক্তব্যের শেষ দিকে তিনি বলেন, ‘জয় বাংলা বলতে দ্বিধা করবেন না। জয় বাংলা রণাঙ্গনের স্লোগান। আওয়ামী লীগের একক সম্পত্তি নয়। আওয়ামী লীগ কুক্ষিগত করেছিল জয় বাংলাকে। জয় বাংলা সকলের।’
এ সময় তিনি আরও বলেন, ‘জয় বাংলা রণাঙ্গনের স্লোগান, কৃষক মজুরের স্লোগান, আম জনতার স্লোগান, আপনার আমার মতো নারীদের স্লোগান। যেই স্লোগান দিয়ে ওই সময় সাহস জোগাতো। সেই স্লোগান দিয়ে একদম মাঠে নেমে পড়বেন। এটা আমাদের সকলের স্লোগান। শুধু আওয়ামী লীগের স্লোগান নয়। দয়া করে এটা মাথার মধ্যে রাখবেন।’
জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে তিনি বক্তব্য শেষ করেন।
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০৩০ এর আলোকে নারীর অবস্থা ও অবস্থান পরিবর্তনে তরুণ নারীদের সম্পৃক্ততা বাড়ানো এবং তরুণ নারীদের অংশগ্রহণে নারী আন্দোলনকে আরও শক্তিশালী ও বিস্তৃতকরণ করাই ছিল এই তরণ নারী সম্মেলনের উদ্দেশ্য।
১৩ জুলাই শুরু হওয়া সম্মেলনে সারা দেশের ২০০ তরুণ নারীসহ বিভিন্ন পর্যায়ের ৩০০ জন নারী অধিকারকর্মী অংশগ্রহণ করেন।
শনিবার সম্মেলনের সমাপনী দিনে আলোচনার বিষয় ছিল- যে নারীদের ভুলেছি এবং যুদ্ধ সন্তান। মুক্ত আলোচনার পাশাপাশি বীরাঙ্গনাদের নিয়ে নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শনী করা হয়।
সমাপনী সম্মেলনে নারীপক্ষ’র সদস্য ড. ফিরদৌস আজীমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রাশনা ঈমাম, কবি ও প্রাবন্ধিক আফরোজা সোমাসহ অনেকে।