টাঙ্গাইলে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত এবং ছয়জন আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে কালিহাতির নগরবাড়ি এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ব্যক্তিদের একজনের নাম সাইফুল ইসলাম। ৩২ বছর বয়সী সাইফুল টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বাসিন্দা। বাকিদের পরিচয় পাওয়া যায়নি।
টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ বক্সের এএসআই আতিকুর রহমান স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে বলেন, ‘দুর্ঘটনায় অটোরিকশার আট যাত্রী আহত হন। তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক দুজনের মৃত্যু হয়েছে বলে জানান।’
তিনি আরও বলেন, ‘আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’