ঝালকাঠির সুগন্ধায় জ্বালানি তেল বহনকারী ট্যাংকার বিস্ফোরণের ঘটনার দু’দিন পর ওই জাহাজটি আবারো বিস্ফোরিত হয়েছে। এতে অন্তত ৭ পুলিশ সদস্য দগ্ধ হয়েছেন।
নিখোঁজদের উদ্ধার অভিযান শেষে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জাহাজটিতে ফের বিস্ফোরণ হলে আগুন ধরে যায়।
শনিবার দুপুর পৌনে ২টার দিকে পদ্মা অয়েল কোম্পানির জ্বালানি তেলবাহী ট্যংকার ‘ওটি সাগর নন্দিনী-২’ বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। দুর্ঘটনায় জাহাজের পেছনের তিনতলা বিশিষ্ট চালকের কক্ষ ও কেবিনের অংশ উড়ে গিয়ে পানিতে নিমজ্জিত হয়।
আজ বিকেলে জাহাজ মাষ্টারসহ নিখোঁজ ৪ জনের মরদেহ উদ্ধার করে উদ্ধার অভিযান সমাপ্ত করে ফায়ার সার্ভিস ও কোষ্ট গার্ড।
এর আগে ওই ট্যংকারে থাকা ১১ লাখ লিটার জ্বালানি তেল থেকে ৭ লাখ লিটার তেল অন্য জাহাজে অপসারণ করা হয়।
সন্ধ্যায় বিস্ফোরণ হলে ট্যাংকারে থাকা ৪ লাখ লিটার পেট্রোল দাউ দাউ করে জ্বলে ওঠে। আগুন ছড়িয়ে যায় পানিতেও। আগুনের তীব্রতায় দমকল বাহিনীর কর্মীরা কাছে যেতে পারছেন না।
ঘটনাস্থলের কাছেই পদ্মা ও মোঘনা কোম্পানির পোট্রোলিয়াম ডিপো থাকায় আতঙ্কিত হয়ে ঘর ছাড়ছেন আশেপাশের মানুষজন।
তবে প্রাণভয়ে ঘর ছাড়লেও তাদের মালামালের নিরাপত্তা দিচ্ছে পুলিশ।
ঝালকাঠি সদর থানার ওসি মো. নাসির উদ্দিন সরকার বলেন, ‘যারা ঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে গেছে, তাদের বসতঘর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।’