ঝালকাঠির সুগন্ধা নদীতে সাগর নন্দিনী-২ নামের তেলবাহী জাহাজ (ট্যাংকার) বিস্ফোরণের ঘটনায় নিখোঁজ বাকি একজনেরও মরদেহ উদ্ধার হয়েছে।
সোমবার দুপুরের দিকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধারের মধ্যদিয়ে এ ঘটনায় নিখোঁজ চারজনেরই মরদেহ উদ্ধার করল কোস্ট গার্ড।
কোস্ট গার্ডের এক বার্তায় বিকেলে এ তথ্য জানানো হয়।
এর আগে শনিবার দুপুর পৌনে ২টার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে পদ্মা অয়েল কোম্পানির জ্বালানি তেলবাহী ট্যংকার ‘ওটি সাগর নন্দিনী-২’ বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়।
দুর্ঘটনায় জাহাজের পেছনের তিন তলাবিশিষ্ট চালকের কক্ষ ও কেবিনের অংশ উড়ে গিয়ে পানিতে নিমজ্জিত হয়। এর পর থেকে জাহাজের মাস্টার রুহুল আমিন, সুকানি আকরাম হোসেন, ড্রাইভার মাসুদুর রহমান বেলাল ও গ্রিজার মো. হৃদয় নিখোঁজ ছিলেন।
বিস্ফোরণের এক দিন পর রোববার বেলা পৌনে ৩টার দিকে হৃদয়ের পোড়া মরদেহ উদ্ধার করে কোস্ট গার্ড। সোমবার প্রথমে দুইজন ও পরে বাকিজনের মরদেহ উদ্ধার করে কোস্ট গার্ড।