বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঢেপা নদীতে গোসল করতে নেমে মামা-ভাগনে নিখোঁজ 

  • প্রতিনিধি, দিনাজপুর   
  • ২ জুলাই, ২০২৩ ১৮:৫৪

দিনাজপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম সরকার বলেন, ‘রোববার দুপুর সাড়ে ১২টার দিকে খবর পাই, কাহারোল উপজেলার শ্যামগড় ঘাটে দুটি কিশোর পানিতে তলিয়ে গেছে। আমরা তাৎক্ষণিকভাবে দুটি টিম ঘটনাস্থলে আসি। পরবর্তীতে রংপুর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে নিখোঁজদের সন্ধানে নদীতে অভিযান শুরু করে।’   

দিনাজপুরের কাহারোল উপজেলা দিয়ে প্রবাহিত ঢেপা নদীতে গোসল করতে নেমে মামা-ভাগনে নিখোঁজ হয়েছে।

কাহারোল উপজেলার কান্তনগর এলাকার শ্যামগড় ঘাটে রোববার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিখোঁজ দুইজন হলেন জেলার বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের দক্ষিণ পাল্টাপুর গ্রামের প্রয়াত আমিনুল ইসলামের ছেলে ১৬ বছর বয়সী মিম ইসলাম ও একই ইউনিয়নের দ্বীপনগর গ্রামের নজরুল ইসলামের ছেলে ১৩ বছর বয়সী ইব্রাহিম। সম্পর্কে মিম ও ইব্রাহিম মামা-ভাগনে।

মিম কাহারোল উপজেলার ভাতগাঁও শিক্ষা নিকেতনের ১০ম শ্রেণির ছাত্র ও ইব্রাহিম দিনাজপুর শহরের নিউটাউন হাফিজিয়া মাদ্রাসা থেকে হাফেজ পাশ করেছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রোববার সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত) তাদের মরদেহের সন্ধান পাওয়া যায়নি।

রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরিদল তাদের খোঁজতে নদীতে অভিযান চালাচ্ছে।

মিমের চাচা আতিকুর রহমান জানান, রোববার দুপুর ১২টার দিকে মিম, ইব্রাহিম ও দক্ষিণ পাল্টাপুর গ্রামের শফির উদ্দীনের ছেলে আল আমিন শ্যামগড় ঘাটে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে মিম ও ইব্রাহিম গভীর পানিতে তলিয়ে যায়। এসময় আল আমিন সাঁতরে শ্যামগড় ঘাটের অপর প্রান্তে ওঠে।

দিনাজপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম সরকার বলেন, ‘রোববার দুপুর সাড়ে ১২টার দিকে খবর পাই, কাহারোল উপজেলার শ্যামগড় ঘাটে দুটি কিশোর পানিতে তলিয়ে গেছে। আমরা তাৎক্ষণিকভাবে দুটি টিম ঘটনাস্থলে আসি। পরবর্তীতে রংপুর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে নিখোঁজদের সন্ধানে নদীতে অভিযান শুরু করে।’

এ বিভাগের আরো খবর