রাতের ঢাকার শেষ ভাগকে ছিনতাইয়ের জন্য ছিনতাইকারীরা বেছে নেয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।
শনিবার সকালে গুলশানে হলি আর্টিজান জঙ্গি হামলায় শহীদ দুই পুলিশ সদস্যের ম্যুরালে শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, ‘রাতের ঢাকার শেষ ভাগের সময়টাকে ছিনতাইকারীরা বেছে নিতে চায়। এমনিতেও রাতে ঢাকা শহর ফাঁকা হয়ে যায়। দুইটার পরে রাস্তা আরও অনেক ফাঁকা হয়ে যায়। আমরা বিষয়গুলো নিয়ে কাজ করছি।’
তিনি বলেন, ‘কিভাবে আমাদের পুলিশিং আরও বৃদ্ধি করা যায় সে বিষয় নিয়ে আমরা কাজ করছি। যেসব ছিনতাইকারী শেষ রাতের দিকে ছিনতাই করে, আশা করছি তারা সেটা আর পারবে না। গতকাল যে ঘটনাটা ঘটেছে, সেটা নিয়ে কাজ করছি। জড়িতদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেয়া হবে।’
এর আগে শনিবার ভোর সোয়া ৪টার দিকে রাজধানীর ফার্মগেট সেজান পয়েন্টের সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. মনিরুজ্জামান তালুকদার নামে এক পুলিশ সদস্য নিহত হন।