বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঈদের দিন নদীতে গোসলে নেমে ভাই-বোনের মৃত্যু

  • প্রতিনিধি, কুড়িগ্রাম   
  • ২৯ জুন, ২০২৩ ২১:৩২

স্বজনরা জানান, ন‌দীর ঘা‌টে শিশুদের পরিহিত জামা রাখা ছিল। ধারণা করা হচ্ছে, সবার অগোচরে তারা নদীতে গোসল করতে নামে।

কু‌ড়িগ্রা‌মের উলিপুরে বামনি নদী থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সম্পর্কে তারা মামাতো ভাই-বোন।

ধারণা করা হচ্ছে, গোসল করতে নেমে নদীতে ডুবে যায় তারা।

ঈদের দিন বৃহস্প‌তিবার বি‌কে‌ল ৫টার দি‌কে মরদেহ দুটি পাওয়া যায়।

ওই শিশুরা হলো উপ‌জেলার হা‌তিয়া ইউনিয়‌নের কাশা‌রিয়ারঘাট গ্রামের বাসিন্দা ম‌শিউর রহমা‌নের ৭ বছর বয়সী ছেলে বেলাল মিয়া এবং রংপুরের তারাগঞ্জ এলাকার র‌বিউল ইসলা‌মের মেয়ে ৮ বছর বয়সী রোকাইয়া খাতুন।

পু‌লিশ ও এলাকাবাসী জানায়, ঈদ উপলক্ষ্যে গত দুদিন আগে মামা ম‌শিউর রহমা‌নের বা‌ড়ি‌তে আসে রোকাইয়ারা।

দুপুরের পর দীর্ঘ সময় তা‌দের দেখ‌তে না পে‌য়ে স্বজনরা খোঁজাখুঁ‌জি শুরু করেন। প‌রে বাড়ির পাশের বামনি নদী‌তে শিশুদের মরদেহ ভাস‌তে দেখে উদ্ধার করা হয়।

স্বজনরা জানান, ন‌দীর ঘা‌টে শিশুদের পরিহিত জামা রাখা ছিল। ধারণা করা হচ্ছে, সবার অগোচরে তারা নদীতে গোসল করতে নামে।

দুই শিশুর মৃত্যুর বিষয়টি নি‌শ্চিত ক‌রেন উলিপুর থানার ওসি (তদন্ত) রুহুল আমিন।

এ বিভাগের আরো খবর