বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ওয়ারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • নিজস্ব প্রতিবেদক   
  • ২৮ জুন, ২০২৩ ২০:৫৭

ঢামেক পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ সহকারী উপপরিদর্শক মাসুদ মিয়া বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি থানাকে জানানো হয়েছে।’

রাজধানীর ওয়ারীতে ফাতেমা বেগম নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন স্বজনরা।

বুধবার বেলা ৩টার দিকে ২৫ বছর বয়সী ফাতেমাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তার মৃত্যু হয়েছে বলে জানান।

স্বামী নাঈম খান বলেন, ‘ডাকাডাকি করে জবাব না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ফাতেমাকে দেখতে পাই।’

তিনি আরও বলেন, ‘আমার স্ত্রী অন্য ছেলের সঙ্গে মোবাইল ফোনে কথা বলতেন। এ নিয়ে আমাদের মধ্যে তর্কাতর্কি হতো।’

ঢামেক পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ সহকারী উপপরিদর্শক মাসুদ মিয়া বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি থানাকে জানানো হয়েছে।’

এ বিভাগের আরো খবর