পবিত্র ঈদুল আজহার আনন্দ পরিবারের সদস্যদের সঙ্গে ভাগ করে নিতে বাড়ির পথে ছুটছে মানুষ। রাজধানী ফাঁকা হতে শুরু করেছে। বেড়েছে সড়ক, নৌ ও রেলপথে যাত্রীদের চাপ।
শেষ কর্মদিবস সোমবারই এই ঈদযাত্রা শুরু হয়। বিকেল থেকে বাড়ির পথ ধরেছে রাজধানীবাসী। সোমবার রাত, এরপর মঙ্গলবার ভোর থেকে ভিড় শুরু হয়েছে সব পথেই।
তবে এদিন বাড়িফেরা মানুষের সঙ্গী হচ্ছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। বৃষ্টি হচ্ছে রাত থেকে। মঙ্গলবার সকালেও নগরে বৃষ্টি হচ্ছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন তারা, যারা জিনিসপত্র নিয়ে যানবাহনে উঠে ঢাকা ছাড়ার উদ্দেশে বাস-লঞ্চ টার্মিনাল ও ট্রেন স্টেশনে রওনা হয়েছেন।
নগরের বিভিন্ন সড়কে ঘরমুখো অনেক মানুষকে ছাতা মাথায় গন্তব্যে রওনা হতে দেখা গেছে। অনেকে আবার রিকশাসহ নানা বাহনে চেপেছেন। তবে এসব যানবাহনে বেশি ভাড়া গুণতে হচ্ছে যাত্রীদের।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে। সারা দেশের আবহাওয়ায় এই সময়ের মধ্যে তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
মগবাজারের মধুবাগে সিএনজি চালিত অটোরিকশার জন্য অপেক্ষায় ছিলেন মনোয়ার হোসেন। সকাল সাড়ে ৯টার দিকে তিনি নিউজবাংলাকে বলেন, গাবতলী যাব। সেখান থেকে রাজবাড়ীতে। তবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ভোগান্তি বাড়িয়ে দিয়েছে।
এমনিতেই ঈদের সময় তুলনামূলক বেশি ভাড়া নেয়া হচ্ছে, এর সঙ্গে বৃষ্টিতে ভাড়া আরেকটু বেড়েছে বলে জানালেন মহাখালী থেকে সদরঘাটের উদ্দেশে ভাড়ায় চালিত মোটরসাইকেলে রওনা হওয়া আল আমিন।