বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

যানবাহনের চাপ বাড়লেও যানজট নেই এক্সপ্রেসওয়েতে

  • প্রতিনিধি, মুন্সীগঞ্জ    
  • ২৭ জুন, ২০২৩ ০৯:২০

পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক মো. আমিরুল হায়দার চৌধুরী বলেন, ‘যানবাহনের শৃঙ্খলা আর যাত্রীদের নিরাপত্তায় রাতের বেলা বিশেষ তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। দুর্ঘটনা এড়াতে চালকদের সতর্ক থাকার আহ্বান জানাই। পদ্মা সেতুর টোল প্লাজার সামনে তেমন চাপ নেই। নির্বিঘ্নে গাড়ি আসছে, টোল দিয়ে পাড়ি দিতে পারছে পদ্মা সেতু।’  

ঈদ উপলক্ষে শুরু হয়েছে দক্ষিণবঙ্গের মানুষের বাড়ি ফেরা। এতে চাপ বেড়েছে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে। তবে এ পথে এখনও নেই কোনো যানজট।

মঙ্গলবার সকাল থেকে এই এক্সপ্রেসওয়েতে এমন চিত্র দেখা গেছে। এ ছাড়া যানবাহনের চাপ নেই পদ্মা সেতুর টোল প্লাজা এলাকাতেও।

মুন্সীগঞ্জ সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাহীন রেজা বলেন, ‘ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ধলেশ্বরী টোল প্লাজায় টোল বুথ রয়েছে ১৪টি। অতিরিক্ত জনবলও নিয়োজিত রয়েছে। গাড়ির তেমন একটা চাপ পড়েনি।

‘দুই প্রান্তে আসা-যাওয়ায় দুটি অটোমেটিক টোল কালেকশন বুথ রয়েছে। কোনো দুর্ঘটনা না ঘটলে যানবাহন তেমন একটা চাপ পড়বে না টোল প্লাজা এবং মহাসড়কে। যানবাহনের চালকদের অনুরোধ অতিরিক্ত স্পিড ও ওভারটেকিং না করে নির্দিষ্ট গতিতে গাড়ি চালানোর।’

পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক মো. আমিরুল হায়দার চৌধুরী বলেন, ‘যানবাহনের শৃঙ্খলা আর যাত্রীদের নিরাপত্তায় রাতের বেলা বিশেষ তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। দুর্ঘটনা এড়াতে চালকদের সতর্ক থাকার আহ্বান জানাই। পদ্মা সেতুর টোল প্লাজার সামনে তেমন চাপ নেই। নির্বিঘ্নে গাড়ি আসছে, টোল দিয়ে পাড়ি দিতে পারছে পদ্মা সেতু।’

হাসাড়া হাইওয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম রাশেদ বলেন, ‘মঙ্গলবার সকাল থেকে গাড়ির চাপ বেড়েছে। তবে মহাসড়কে কোনো যানজট নেই। পদ্মা সেতু ট্রোল এলাকায় যানজট খুব একটা লক্ষ্য করা যায়নি। অল্প সময়েই টোল দিয়ে এক্সপ্রেসওয়ে টোল বুথ ও পদ্মা টোল বুথ অতিক্রম করছে। এক্সপ্রেসওয়ের বিভিন্ন পয়েন্টে আমাদের অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে গাড়ির অতিরিক্ত গতি রোধে।’

এ বিভাগের আরো খবর