ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ইতোমধ্যে ঈদকে উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে। এর সঙ্গে ঈদের ছুটিতে বিভিন্ন প্রতিষ্ঠানের নিরাপত্তায় ডিএমপি নির্দেশনা দিয়েছে।
ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক পত্রে সোমবার ঈদের ছুটিতে বিভিন্ন প্রতিষ্ঠানের নিরাপত্তায় নির্দেশনা দেয়া হয়।
ঈদ সামনে রেখে প্রতিষ্ঠান, বিপণি বিতান, আবাসনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশের নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি নিচের নির্দেশনাগুলো অনুসরণ করার জন্য সবাইকে অনুরোধ করেছে ডিএমপি।
১. নিজস্ব প্রতিষ্ঠান/আবাসন/অ্যাপার্টমেন্ট/বিপণি বিতানগুলোতে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সিকিউরিটি গার্ডের ডিউটি জোরদার করা এবং যে কোন ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে দিন-রাত ২৪ ঘন্টা নজরদারির ব্যবস্থা রাখা। সিকিউরিটি গার্ডের ডিউটি তদারকি করার জন্য মার্কেট মালিক সমিতি/ফ্ল্যাট ওনার্স এ্যাসোসিয়েশন ইত্যাদি কর্তৃক তদারকি কমিটি করে ২৪ ঘন্টা পালাক্রমে কমিটি দায়িত্ব পালন করবেন।
২. দায়িত্বরত নিরাপত্তা কর্মীদের ব্যক্তিগত প্রাক-পরিচিতি পুলিশের মাধ্যমে যাচাই করার ব্যবস্থা করা।
৩. প্রতিষ্ঠান/বিপণি বিতান/আবাসনকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা।
৪. প্রতিষ্ঠানের সব কর্মকর্তা/কর্মচারীকে একসঙ্গে ছুটি না দিয়ে একটি অংশকে দায়িত্ব পালনে নিয়োজিত রাখা যাতে করে তারা প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা তদারকি করতে পারেন।
৫. সিসি ক্যামেরার ক্ষেত্রে ধারণ করা ভিডিও হার্ড ডিস্কে ঠিকমত রেকর্ড হচ্ছে কি না তা নিয়মিত পরীক্ষা করে দেখা।
৬. দায়িত্বরত গার্ড এবং প্রতিষ্ঠানের কাছে নিকটস্থ থানা, সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ এবং পুলিশ কন্ট্রোলরুমের মোবাইল এবং ল্যান্ড ফোনের নম্বর রাখা। যাতে যে কোনো দুর্ঘটনা/অপরাধ সংঘটনের আশঙ্কা তৈরি হলে দ্রুত পুলিশকে জানানো যায়।