কয়লা সংকটে ২০ দিন বন্ধ থাকার পর দেশের বৃহত্তম পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র আবার চালু হয়েছে।
রোববার বিকেল ৪টা ৫ মিনিটে কেন্দ্রের একটি ইউনিট ফের চালু হয় বলে তাপবিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রেজওয়ান ইকবাল খান নিশ্চিত করেছেন।
তিনি বলেন, একটি ইউনিটের ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে যা সরাসরি যুক্ত হবে জাতীয় গ্রিডে। অন্যটিও দুই-তিনদিনের মধ্যে চালু করা যাবে।
ইকবাল খান বলেন, ‘ইন্দোনেশিয়া থেকে ৪১ হাজার ২০৭ হাজার টন কয়লাবাহী জাহাজ অ্যাথেনা গত বৃহস্পতিবার রাতে পায়রা সমুদ্র বন্দরে নোঙ্গর করে। পরের দিন শুক্রবার বিকেল ৩টা থেকে লাইটার জাহাজের মাধ্যমে অ্যাথেনা মাদার ভেসেল থেকে কয়লা আনা হয় তাপবিদ্যুৎকেন্দ্রের মূল জেটিতে।
‘এরপর শনিবার রাত আড়াইটায় মাদার ভেসেল অ্যাথেনা সরাসরি তাপবিদ্যুৎকেন্দ্রের মূল জেটিতে ভিড়ে। আধা ঘণ্টা পর রাত ৩টা থেকে সরাসরি কয়লা খালাস কার্যক্রম শুরু হয়। বিরতিহীনভাবে চলে কয়লা খালাস কার্যক্রম। ’
তিনি বলেন, ‘রোববার সকালে বিদ্যুৎকেন্দ্রটির বয়লার স্টার্ট আপ করা হয়। তাই চিমনি থেকে ধোঁয়া বের হতে দেখা যায় তখন। টারবাইনে কয়লা লোড করা হয়। লোড করা শেষে আমরা উৎপাদন শুরু করেছি।’
ইকবাল খান বলেন, ‘বিকেল চারটায় বিদ্যুৎ উৎপাদন শুরুর পর জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।’
ডলার সংকটে কয়লা আমদানি না হওয়ায় গত ২৫ মে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নে স্থাপিত পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে ৫ জুন দ্বিতীয় ইউনিটও বন্ধ হয়।
দেশের বৃহত্তম পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র উদ্ধোধনের ৩ বছরের মাথায় কয়লা সংকটের কারণে বন্ধ হলে গোটা দেশে আলোচনা সমালোচনার পাশাপাশি লোডশেডিংয়েও প্রভাব পড়ে।