বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে ডাকাতির অভিযোগ

  • প্রতিনিধি, সাভার    
  • ২৪ জুন, ২০২৩ ১৫:৫৯

আশুলিয়া থানার এসআই বিপুল হোসেন বলেন, ‘শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বাড়ির মালিককে মারধর করেছে ছয় থেকে সাত দুর্বৃত্ত। দ্বিতীয় তলার রান্নাঘরের জানালা কেটে তারা প্রবেশ করেছিল। নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নেয়ার অভিযোগ করেছেন তারা (বাড়ির লোকজন)।’

সাভারের আশুলিয়ায় শুক্রবার মধ্যরাতে একটি বাড়িতে তাণ্ডব চালিয়েছে একদল অস্ত্রধারী ডাকাত।

গৃহকর্ত্রীর হাত-পা বেঁধে মারধরসহ বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে বিপুল স্বর্ণালংকার ও টাকা লুটে নেয়ার অভিযোগ করেছে ওই পরিবার।

আশুলিয়ার নয়াপাড়া এলাকায় শনিবার দুপুরে আব্দুল আজিজের বাড়িতে গিয়ে ব্যাপক লুটপাটের চিত্র দেখা যায়।

বাড়ির মালিক আবদুল আজিজ নিউজবাংলাকে বলেন, ‘প্রতিদিনের মতো শুক্রবার রাতের খাবার শেষে আমরা সবাই ঘুমিয়ে পড়ি। মধ্যরাতে একদল ডাকাত দুই তলার রান্নাঘরের জানালার গ্রিল কেটে কক্ষে প্রবেশ করে আমাদের জিম্মি করে ফেলে।

‘পরে পুরো বাড়িতে তছনছ চালিয়ে প্রায় ২০ লাখ টাকা এবং আমার মা, স্ত্রী ও মেয়ের স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়। এ সময় আমার স্ত্রীকে ব্যাপক মারধর করে ডাকাত দল। শনিবার সকালে পুলিশ বাসায় এসে সব দেখে গেছে এবং পরে আমাদের থানায় যেতে বলেছে।’

ডাকাতদের মারধরের অভিযোগ করা গৃহকর্ত্রী সুমি আক্তার বলেন, ‘শুক্রবার রাত ৩টার দিকে মুখে মাস্ক ও কালো কাপড় পরা সাতজন ডাকাত ঘরে ঢুকে রড দিয়ে আমাকে এলোপাতাড়ি মারধর করতে থাকে। এ সময় আমার হাত ও মুখ বেঁধে নির্যাতন চালায় ডাকাতরা। পিস্তল ধরে জিম্মি করে আলমারি, ওয়ারড্রব ভেঙে গরু বিক্রির টাকাসহ মোট ২০ লাখ টাকা নিয়ে নেয়।

‘আমার ও মেয়ের ১৫ ভরি এবং শাশুড়ির ৭ ভরিসহ মোট ১৫ ভরি সোনা লুট করে তারা ৷ পরে আমাদের কাছে থেকে চাবি নিয়ে বাড়ির মেইন গেট খুলে পালিয়ে যায় ডাকাত দল।’

তিনি আরও বলেন, ‘ডাকাতরা যাওয়ার সময় তাদের স্যান্ডেল ও টুপি ফেলে রেখে গেছে। আমরা পুরো পরিবার আতঙ্কে আছি।’

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) বিপুল হোসেন বলেন, ‘শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বাড়ির মালিককে মারধর করেছে ৬ থেকে ৭ দুর্বৃত্ত। দ্বিতীয় তলার রান্নাঘরের জানালা কেটে তারা প্রবেশ করেছিল।

‘নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নেয়ার অভিযোগ করেছেন তারা। ভিআইপি ডিউটি থাকায় আমি চলে এসেছি। ওই পরিবারকে থানায় আসতে বলেছি। তারা আসলে ঊর্ধতন কর্মকর্তারা এ বিষয়ে আইনি সিদ্ধান্ত নেবেন।’

এ বিভাগের আরো খবর