কুমিল্লার বুড়িচং উপজেলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫টি মুদি দোকান পুড়ে গেছে।
উপজেলার কংশনগর বাজারে বুধবার রাত প্রায় ২টার দিকে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট এসে প্রায় ৫ ঘণ্টা চেষ্টা চালিয়ে বৃহস্পতিবার সকাল প্রায় ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।’
ইউসুফ স্টোরের স্বত্ত্বাধিকারী আবু ইউসুফ বলেন, ‘আগুনের ঘটনা শুনে বাজারে এসে দেখি আমার সব শেষ। আমি এখন কী করব। কেউ বলেন আমি কী করব।’
কাশেম স্টোরের স্বত্তাধিকারী হাসান কোনো কথাই বলতে পারছেন না। একই অবস্থা আরেক দোকানি রঞ্জিত দত্তের।
সাদ্দাম ব্রয়লার হাউজের স্বত্তাধিকারী সাদ্দাম বলেন, ‘৩৫০টি মুরগি পুড়ে গেছে। আমার মত সবার অবস্থা। একটা খড়কুটোও নেই। সব পুড়ে গেছে।’
কংশনগর বাজার কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, ‘বুধবার রাত প্রায় ২টার দিকে বাজারের নৈশপ্রহরী আমাকে ফোন দিয়ে জানায় বাজারে আগুন লাগছে। আমি এ শুনে দ্রুত ঘটনাস্থলে আসি। ফায়ার সার্ভিসকে ফোন দেই। চোখের সামনে দোকানপাট পুড়তে দেখেছি। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করলে বৃহস্পতিবার সকালে আগুন নিয়ন্ত্রণে আসে।’
কুমিল্লা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিউটন দাস বলেন, ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। সবগুলো দোকান টিনের। তাই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আমরা কুমিল্লাসহ অন্যান্য উপজেলা থেকে মোট ৪টি ইউনিট একযোগে কাজ করেছি। পরে আগুন নিয়ন্ত্রণে আসে।’