সুন্দরবনের বাগেরহাট অংশে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের দেয়া তথ্যে বনের ভেতর থেকে বন্দুক, গুলিসহ বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ বলছে, তারা বনদস্যু।
সোমবার গভীর রাতে আটক হওয়া দুজন হলেন শরণখোলা উপজেলার ৩৫ বছর বয়সী ইসমাইল হোসেন ও রেজাউল মুন্সী।
মঙ্গলবার বিকেলে বাগেরহাট পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার কে এম আরিফুল হক।
তিনি জানান, সুন্দরবন সংলগ্ন এলাকায় সম্প্রতি জেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবির ঘটনা ঘটে। এরপর পুলিশ সুন্দরবনের আশপাশে নজরদারি বাড়ায়।
তিনি আরও জানান, সুন্দরবনের শরণখোলা রেঞ্জের পাথুরিয়া নদীর পূর্বপাড়ের গভীর বন থেকে তিনটি একনলা বন্দুক, ১০টি গুলি, দুটি দা, একটি হাতুড়ি, বাজি ফুটানোর যন্ত্র ও একটি ছাতা উদ্ধার করা হয়।
এ ঘটনায় শরণখোলা থানায় মামলা হয়েছে। দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।