দেশে শীর্ষ পর্যায়ের মাদক কারবারিদের নাম-ঠিকানাসহ তালিকা চেয়েছে হাইকোর্ট। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালককে এই তালিকা দাখিল করতে এক মাস সময় দেয়া হয়েছে।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ রোববার এই আদেশ দেয়।
পাশাপাশি মাদক কারবারের মাধ্যমে বছরে ৫ হাজার কোটি টাকা পাচার হওয়ার ঘটনা অনুসন্ধানেরও নির্দেশ দিয়েছে আদালত।
‘মাদক কারবারের কারণে বছরে পাচার ৫ হাজার কোটি টাকা’ শিরোনামে ১১ জুন সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়। ওই প্রতিবেদন সংযুক্ত করে ১৩ জুন অ্যাডভোকেট সুবীর নন্দী হাইকোর্টে রিট দায়ের করেন। রিটে মাদক কারবারের মাধ্যমে টাকা পাচারের ঘটনা অনুসন্ধানের নির্দেশনা চাওয়া হয়।
ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ থেকে মাদকের কারণে প্রতিবছর পাচার হয়ে যায় ৪৮১ মিলিয়ন ডলার, যা দেশীয় মুদ্রায় প্রায় ৫ হাজার ১৪৭ কোটি টাকা। আর মাদক কেনাবেচা করে অর্থ পাচারের দিক থেকে বাংলাদেশের অবস্থান বিশ্বে পঞ্চম। এশিয়ার দেশগুলো বিবেচনায় নিলে মাদকের মাধ্যমে টাকা পাচারের ঘটনায় বাংলাদেশ একেবারে শীর্ষে রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।