খুলনার দাকোপে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে।
রোববার সকালে উপজেলার দুটি স্থানে এ ঘটনা ঘটে।
প্রাণ হারানো দুজন হলেন ৬২ বছর বয়সী আজিজুল শেখ ও ৩৩ বছর বয়সী সুজিত মণ্ডল।
দাকোপ থানার ওসি উজ্জ্বল দত্ত জানান, সুতারখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে কালাবগী গ্রামের সুজিত মণ্ডলসহ চার থেকে পাঁচ জেলে সকালে কালাবগী নদীতে মাছ ধরার জন্য জাল পেতে অপেক্ষা করছিলেন। ওই সময় বজ্রপাতে সুজিত মণ্ডলের মৃত্যু হয়। বাকিরা আহত হন। তাদের স্থানীয় চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা দেয়া হয়েছে।
তিলডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জালাল উদ্দীন গাজী জানান, সকাল ৭টার দিকে তিলডাঙ্গা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাঁকড়াবুনিয়া গ্রামের আজিজুল শেখসহ তিন থেকে চারজন একসঙ্গে মৎস্যঘেরের রাস্তায় মাটির কাজ করছিলেন। ওই সময় বজ্রপাতে তার মৃত্যু হয়, তবে অন্যদের সমস্যা হয়নি।