রাজা হলে ব্রিটিশ রাজতন্ত্রে পরিবর্তন আনার কথা জানিয়েছেন প্রিন্স অব ওয়েলস উইলিয়াম। অ্যাপল টিভি+ এর দ্য রিলাকটেন্ট ট্রাভেলার অনুষ্ঠানের জন্য অভিনেতা ইউজিন লেভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি খোলামেলা অভিব্যক্তি প্রকাশ করেন।কথোপকথনের এক পর্যায়ে রাজা হিসাবে ভবিষ্যৎ ভূমিকা সম্পর্কে প্রশ্ন করলে উইলিয়াম বলেন, ‘পরিবর্তন যে আমার এজেন্ডার মধ্যে আছে তা নিশ্চিন্তে বলা যায়। ভালোর জন্য পরিবর্তন- আমি একে সাধুবাদ জানাই। কিছু পরিবর্তন আনতে পারব এই ভাবনা আমাকে উদ্দীপ্ত করে। তবে একেবারে আমূল নয়, প্রয়োজনীয় পরিবর্তনই হবে।’উইন্ডসর প্রাসাদ ঘুরে দেখাতে দেখাতে এই আলাপ হয়। অভিনেতার সঙ্গে দেখা করতে বৈদ্যুতিক স্কুটারে করে আসেন উইলিয়াম, যা তিনি সাধারণত প্রাসাদ ঘোরার সময় ব্যবহার করেন। তিনি জানান, তিনি আমেরিকান পাই চলচ্চিত্র সিরিজের ভক্ত, যেখানে লেভি দীর্ঘদিন বাবার চরিত্রে অভিনয় করেছেন।আলোচনায় পারিবারিক ইতিহাস নিয়েও কথা বলেন উইলিয়াম। তিনি বলেন, ‘আপনি যদি সতর্ক না হন, তাহলে ইতিহাস আপনার ওপর ভার হয়ে আসতে পারে। তাই বর্তমানে বাস করা সবচেয়ে গুরুত্বপূর্ণ।’৪৩ বছর বয়সি এ উত্তরাধিকারী জানান, ঐতিহ্যের গুরুত্ব থাকলেও তিনি রাজতন্ত্রকে প্রাসঙ্গিক রাখার প্রশ্ন তুলতে ভয় পান না।সাক্ষাৎকারে উঠে আসে পরিবার, সন্তান, গণমাধ্যমের হস্তক্ষেপ ও অ্যাস্টন ভিলা ফুটবল ক্লাবের প্রসঙ্গ। তিনি বারবার উল্লেখ করেন বাবা চার্লস এবং স্ত্রী কেট মিডলটনের ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের বিষয়টি। উইলিয়াম জানান, সন্তানরা এই কঠিন সময় ভালোভাবে সামলেছে।প্রিন্স অভিনেতাকে নিয়ে প্রাসাদের কাছের একটি পাবে যান। সেখানে অনানুষ্ঠানিক পরিবেশে স্ত্রী ও সন্তানদের নিয়ে ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেন তিনি। তবে ভাই প্রিন্স হ্যারির সঙ্গে সম্পর্কের প্রসঙ্গ সরাসরি আসেনি। এক জায়গায় শুধু বলেন, ‘অতীতে যেসব পরিস্থিতির মধ্যে হ্যারি আর আমি বড় হয়েছি, সেসব যেন আর ফিরতে না হয়, সেটি নিশ্চিত করতে আমি সব করব।’পরে বিবিসিকে লেভি জানান, প্রিন্সকে এতটা খোলামেলা আলাপ করতে দেখে তিনি অবাক হয়েছেন। ‘আমার কাছে এটি ছিল কেবল এক কথোপকথন, কোনো স্কুপ বের করার চেষ্টা নয়। দিনটি আমার জন্য ছিল একেবারেই পরাবাস্তব।’সাক্ষাৎকারের শেষদিকে উইলিয়াম বলেন, তিনি এমন একটি পৃথিবী গড়তে চান যা তার ছেলেকে গর্বিত করবে। ‘জীবন আমাদের পরীক্ষা নেয়, কখনো চ্যালেঞ্জ ছুড়ে দেয়। সেগুলো উৎরে যাওয়ার মাধ্যমেই আমরা তৈরি হই। আমি আমার স্ত্রী, বাবাকে এবং সন্তানদের নিয়ে গর্বিত।’
রাজা হলে রাজতন্ত্রে পরিবর্তন আনবেন প্রিন্স উইলিয়াম
এ বিভাগের আরো খবর/p>