জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে দেশের বিভিন্ন এলাকায় মানববন্ধন হয়েছে।
শুক্রবার স্থানীয় সাংবাদিকরা এ কর্মসূচি পালন করেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
সাভার: নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইলে দুপুরে মানববন্ধনের আয়োজন করে আশুলিয়া প্রেসক্লাব।
মানববন্ধনে এটিএন নিউজের প্রতিনিধি জাহিদ হাসান শাকিল বলেন, ‘সাংবাদিক নাদিম সংবাদ প্রকাশের জেরে সন্ত্রাসীদের টার্গেটে পরিণত হয়েছিলেন। অভিযুক্তদের সবাইকে শিগগির আটক চাই। আমরা যারা মফস্বলে সাংবাদিকতা করি, সবার নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাই।’
আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি ও সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার মোজাফ্ফর হোসাইন জয় বলেন, ‘সাংবাদিক নাদিমকে হারিয়ে তার পরিবার নিঃস্ব। শাস্তির দাবি পূরণ না হলে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলব।’
টাঙ্গাইল: বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন হয়। কর্মসূচিতে প্রিন্ট ও ইলেকট্রনিক সংবাদমাধ্যমের স্থানীয় প্রতিনিধিরা অংশ নেন।
এতে বক্তব্য দেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, একুশে টেলিভিশনের প্রতিনিধি কাজী তাজউদ্দিন রিপন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিনিধি মামুনুর রহমান মিয়া প্রমুখ।
পঞ্চগড়: জেলা শহরের শেরেবাংলা পার্ক এলাকায় পঞ্চগড়-ঢাকা মহাসড়কে সম্মিলিত সাংবাদিক সমাজের ব্যানারে মানববন্ধন হয়। ঘণ্টাব্যাপি চলা প্রতিবাদ কর্মসূচিতে জেলায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন সমকালে পঞ্চগড় প্রতিনিধি সফিকু্ল আলম, চ্যানেল২৪-এর এ হোসেন রায়হান, নিউএজের আব্দুর রহিম, এখন টেলিভিশনের লুৎফর রহমান, বাংলানিউজ ও সময় টেলিভিশনের সোহাগ হায়দার, একাত্তর টিভির রফিকুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিনের সরকার হায়দার।
দিনাজপুর: জেলা প্রেসক্লাবের সামনের সড়কে বেলা ১১টার দিকে মানববন্ধন করেন সাংবাদিকরা।
এতে বক্তব্য দেন একুশে টিভির প্রতিনিধি চিত্ত ঘোষ, সময় টিভির স্টাফ রিপোর্টার গোলাম নবী দুলাল, ৭১ টিভির প্রতিনিধি কংকন কর্মকার, বাংলাদেশ প্রতিদিনের রিয়াজুল ইসলাম, চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার শাহ আলম শাহী প্রমুখ।
বক্তারা বলেন, ‘সাংবাদিক নাদিমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের সঙ্গে যারাই জড়িত, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’
পিরোজপুর: জেলার কর্মরত সাংবাদিকরা সকালে শহরের টাউনক্লাব সড়কে মানববন্ধন করেন।
জেলা জার্নালিস্ট ক্লাব এর আয়োজন করে।
এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা জার্নালিস্ট ক্লাবের সভাপতি জুবায়ের আল মামুন, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি অমিত হাওলাদার, এখন টেলিভিশনের রিপোর্টার ইমন চৌধুরী।
মানিকগঞ্জ: জেলা প্রেসক্লাব চত্বরে মানববন্ধন করেন সাংবাদিকরা।
এতে মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম সারোয়ার ছানু বলেন, `অন্যায়ের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক নাদিমকে পিটিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের এবং মূলহোতাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে আর কেউ এ ধরনের কাজ করার সাহস না পায়।‘
এ ছাড়া নাটোর, সাতক্ষীরা, কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলায় মানববন্ধন হয়েছে। মানববন্ধনে শিগগির জড়িতদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানানো হয়।
জামালপুরের বকশীগঞ্জে বুধবার রাত ১০টার দিকে ‘দুর্বৃত্তের’ হামলায় আহত হন সাংবাদিক গোলাম রব্বানী নাদিম।
পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে তাকে পিটিয়ে অজ্ঞান অবস্থায় ফেলে যায় তারা।
বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে তিনি মারা যান।
এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের এক নেতাকে দায়ী করেছে পরিবার।
গোলাম রব্বানী নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি এবং একাত্তর টেলিভিশনের স্থানীয় সংবাদদাতা। তিনি জেলা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছিলেন।