বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার নিজামুলের মৃত্যু

  • নিজস্ব প্রতিবেদক   
  • ১৫ জুন, ২০২৩ ১১:০২

ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে ৭৬ বছর বয়সী এই আসামিকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বৃহস্পতিবার সকাল সোয়া ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার নিজামুল হক মিয়া ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন।

ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে ৭৬ বছর বয়সী এই আসামিকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বৃহস্পতিবার সকাল সোয়া ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

কারাগার থেকে নিজামুলকে নিয়ে আসা কারারক্ষী মো. সোলাইমান জানান, ভোরের দিকে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মেডিক্যালে আনা হয়।

তিনি আরও বলেন, নিজামুল হক মিয়া কারাগারে হাজতি হিসেবে বন্দি ছিলেন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার,কাশিয়ানী থানার সাধুহাটি গ্রামে। তিনি মৃত আব্দুল মান্নানের ছেলে।

সোলাইমান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিস্তারিত জানা যাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিবেদন লেখার পর।

এর আগে গত ১০ এপ্রিল রাজধানীর ভাটারা থেকে নিজামুলকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি মানবতাবিরোধী মামলার পলাতক আসামি ছিলেন। এক পর্যায়ে তার বিরুদ্ধে পরোয়ানাও জারি হয়।

এ বিভাগের আরো খবর