আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঈদযাত্রায় অনলাইনে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে।
বুধবার সকাল ৮টা থেকে এই কার্যক্রম শুরু হয়। দুই ভাগে পাওয়া যাবে আগাম টিকিট। সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চল আর দুপুর ১২টা থেকে পূর্বাঞ্চলে চলাচল করা সব আন্তনগর ট্রেনের টিকিট পাবেন যাত্রীরা।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, একসঙ্গে সব টিকিট ছাড়লে সার্ভারে চাপ পড়ে। তাই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগাম টিকিট এবারও শতভাগ অনলাইনে দেয়া হচ্ছে।
রেলওয়ের পরিকল্পনা অনুযায়ী, বুধবার দেয়া হচ্ছে ২৪ জুনের টিকিট। ১৫ জুন দেয়া হবে ২৫ জুনের, ১৬ জুন ২৬ জুনের, ১৭ জুন ২৭ জুনের এবং ১৮ জুন দেয়া হবে ২৮ জুনের আগাম টিকিট। ঈদযাত্রার ট্রেনের ফিরতি আগাম টিকিট দেয়া শুরু হবে ২২ জুন।
ঈদে আসনবিহীন টিকিট মোট আসনের ২৫ শতাংশ দেয়া হবে। ঢাকা, ঢাকা ক্যান্টনমেন্ট, বিমানবন্দর, জয়দেবপুর স্টেশন থেকে এসব টিকিট পাওয়া যাবে। শুধু যাত্রার দিন এসব টিকিট দেয়া হবে স্টেশনের কাউন্টার থেকে।