শান্তিপূর্ণ নির্বাচনকে ব্যহত করার জন্য শহেরর বাইরের লোকজন ভেতরে ঢোকানো হয়েছে বলে অভিযোগ করেছেন বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহর (খোকন সেরনিয়াবাত) প্রধান নির্বাচনী এজেন্ট অ্যাডভোকেট আফজালুল করিম। ছবিসহ নির্বাচন কমিশনে তাদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
সোমবার বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষে নৌকার পক্ষে সংবাদ সম্মেলেন এসব কথা বলেন অ্যাডভোকেট আফজালুল করিম।
তিনি বলেন, ‘নির্বাচন চলাকালীন কীভাবে তারা লাঠি, রামদা ও অস্ত্র নিয়ে মহড়া দেয় আমি বুঝি না। শান্তিপূর্ণ নির্বাচনকে ব্যহত করার জন্য তারা এগুলো করেছে। আমাদের পক্ষে বহিরাগত কেউ শহরে থাকলে নির্বাচন আইনে তাদের আইনের আওতায় আনা হতো।’
নির্বাচনের পরিবেশ সন্তোষজনক ছিল জানিয়ে অ্যাডভোকেট আফজালুল করিম বলেন, বরিশালে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে বরিশালবাসী ও গণমাধ্যমকর্মীরা সহযোগিতা করেছেন। ভোটাররা লাইনে দাড়িয়ে সুন্দরভাবে ভোট দিয়েছেন।’
নৌকার সমর্থকরা ইসলামী আন্দোলনের প্রার্থীর ওপর হামলা চালনোর অভিযোগটি ‘সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘গত কয়েকদিন ধরে তারা নানানভাবে মিথ্যা অভিযোগ দিয়ে আসছে। নির্বাচনের ভোটগ্রহণ শেষ পর্যন্ত আমাদের সঙ্গে তাদের কোনো ধরণের কোন সংঘর্ষের ঘটনা ঘটেনি।’
কেন্দ্র থেকে ইসলামী আন্দোলনসহ অন্য প্রার্থীদের এজেন্ট বের করে দেয়ার অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘ওখানে স্ব স্ব কেন্দ্রে নির্বাচন কমিশনের লোক আছে, তারা তো দেখেছে। এ ধরনের অভিযোগ সত্য নয়।’
নৌকার এজেন্ট বলেন, ‘একজন প্রার্থী রক্তাক্ত হয়েছেন, এটা অনাকাঙ্খিত ঘটনা। শুনেছি, সেখানে তারা হঠাৎ করে অরাজকতা সৃষ্টি করতে চেয়েছিল। আমার মনে হয়, শহরের ভেতরে অরাজকতা সৃষ্টি করতে তাদের সু-পরিকল্পিত কোনো পরিকল্পনা থাকতে পারে। আমাদের দিক থেকে তাদের সঙ্গে কোনো বৈরিতা নেই, ছিল না, থাকবেও না।’
সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেনসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতার উপস্থিত ছিলেন।