নোয়াখালীর বেগমগঞ্জের টঙ্গিরপাড়ে ৫০ বছর বয়সী দুলাল চন্দ্র দাসকে গলা কেটে হত্যা করা হয়। ওই ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন।
পুলিশ বলছে, পুকুর থেকে মাছ চুরি দেখে ফেলায় দুলালকে হত্যা করেন অভিযুক্ত।
গ্রেপ্তার হওয়া ৪০ বছর বয়সী আবদুর রব উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের আলমপুর গ্রামের বাসিন্দা।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম রোববার দুপুর ১২টার দিকে নিজ কার্যালয়ের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
এর আগে শনিবার ভোরে চিত্ত বাবুর দিঘির পাড়ে দুলালকে হত্যা করা হয়। ঘটনার ১২ ঘণ্টার ব্যবধানে প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ।
পুলিশ সুপার শহীদুল ইসলাম বলেন, ‘আবদুর রব ও বাদশা চার-পাঁচ দিন আগে তাদের এলাকার একটি পুকুর থেকে রাতে মাছ চুরি করেন। ঘটনাটি দুলাল দেখে পুকুরের মালিককে জানান। পুকুরের মালিক রব মিয়া এ নিয়ে আবদুর রব ও বাদশাকে গালাগালি করেন।’
‘ওই ঘটনার প্রতিশোধ নিতে আবদুর রব ও বাদশা পরিকল্পনা করে রাতে দুলাল যেখানে মাছ পাহারা দেয়ার কাজ করেন সেই ঘেরে যান। সেখানে ঘুমন্ত অবস্থায় আবদুর রব দুলালের গলায় ক্ষুর দিয়ে আঘাত করে এবং বাদশা তাকে এলোপাতাড়ি কোপায়।’এসপি আরও বলেন, ‘পুলিশ হত্যায় ব্যবহৃত একটি ক্ষুর ও চাপাতি খাল থেকে উদ্ধার করে।’
নিহতের স্ত্রী বকুল রানী দাস বাদী হয়ে বেগমগঞ্জ থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় আবদুর রবকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। বাদশাকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।