বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইভিএমে ভূত-প্রেত নেই, এটা নিরাপদ: সিলেটে সিইসি

  • প্রতিবেদক, সিলেট   
  • ১০ জুন, ২০২৩ ১৭:৪৩

শনিবার দুপুরে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিভিন্ন পদপ্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি ওই কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘ইভিএমে কোনো ভূত-প্রেত নেই। এটা সবচেয়ে নিরাপদ পদ্ধতি। বিচার-বিশ্লেষণ করেই এটি ব্যবহার করা হচ্ছে। যদি কেউ ইভিএমের ত্রুটি প্রমাণ করতে পারেন, তাহলে আমি নিজেই এর দায়ভার নেব।’

শনিবার দুপুরে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিভিন্ন পদে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি ওই কথা বলেন।

নগরের জালালাবাদ গ্যাস অডিটরিয়ামে এ সভা হয়। এতে সিলেটের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন।

সিইসি বলেন, ‘ভোটের দিন প্রতিটি কেন্দ্র সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে। কোনো অনিয়ম হলে কেন্দ্র থেকে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেয়া হবে।’

নির্বাচনে কোনোভাবেই সহিংসতা বরদাস্ত করা হবে না উল্লেখ করে সিইসি বলেন, ‘কেউ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত নিতে পারে নির্বাচন কমিশন। আপনারা এমন কিছু করবেন না, যাতে প্রার্থিতা বাতিল হয়ে যায়।’

সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ মোশাররফ হোসেন সভায় সভাপতিত্ব করেন।

উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ মজিবর রহমান, রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের প্রমুখ।

এ ছাড়া মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুল, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ করা হবে।

এ বিভাগের আরো খবর