স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, নির্বাচন এলে ষড়যন্ত্রকারীরা এক হয়ে যায়, আরেকটা নতুন ষড়যন্ত্রের জন্য। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।
সাভারের ধামরাইয়ে বৈন্যা-কুশুরা পুলিশ ক্যাম্পের উদ্বোধন উপলক্ষে শনিবার দুপুরে মাদক ও সন্ত্রাসবিরোধী সমাবেশে প্রধান অতিথি হয়ে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি ওই কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘নির্বাচন এলেই অনেক স্রোত কাউন্টার স্রোত আসে। যারা গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে চায় না, নির্বাচনে অংশগ্রহণ করে না, তারা নির্বাচন যাতে না হয় এ জন্য অরাজকতা করতে থাকে। এ ধরনের কার্যকলাপ আমরা এখনও দেখছি। সবসময় দেখে আসছি।’
জামায়াতের সমাবেশ বিষয়ে মন্ত্রী বলেন, ‘জামায়াত সবসময় বায়তুল মোকাররমের উত্তর গেটে অনুষ্ঠানাদি করত। জামায়াতকে এবার বলে দেয়া হয়েছে, বায়তুল মোকাররমের ওই জায়গায় করলে তীব্র যানজট হবে। তারা যেন অন্য কোনো ভেন্যুতে যায়। এ জন্য তারা ভেন্যু পরিবর্তন করে অন্য জায়গায় গেছে।’
অনুষ্ঠানে ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ, সাবেক সচিব সোহরাব হোসেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান।