বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সহিংস বিক্ষোভের ‘হোতাদের’ শাস্তির প্রতিজ্ঞা পাকিস্তান সেনাবাহিনীর

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৮ জুন, ২০২৩ ১০:২৩

নির্যাতনের অভিযোগের বিষয়ে পাকিস্তান সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, সহিংসতায় জড়িতদের বাঁচাতে বিভ্রান্তি সৃষ্টি ও মানবাধিকার লঙ্ঘনের কল্পিত পরিস্থিতি সৃষ্টির চেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।

দুর্নীতির মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তারের পর সহিংসতার ‘পরিকল্পনাকারী ও হোতাদের’ শাস্তি দেয়ার প্রতিজ্ঞা করেছে দেশটির সেনাবাহিনী।

স্থানীয় সময় বুধবার রাওয়ালপিন্ডিতে শীর্ষ কর্মকর্তাদের বৈঠকের পর বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, বিভিন্ন স্থাপনায় হামলাকারীদের বিচারে দৃঢ়প্রতিজ্ঞ সামরিক বাহিনী।

বিবৃতিতে কারা হেফাজতে ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সদস্যদের নির্যাতন ও শারীরিকভাবে লাঞ্ছনার অভিযোগ অস্বীকার করেছে সেনাবাহিনী।

নির্যাতনের অভিযোগের বিষয়ে বিবৃতিতে বলা হয়, সহিংসতায় জড়িতদের বাঁচাতে বিভ্রান্তি সৃষ্টি ও মানবাধিকার লঙ্ঘনের কল্পিত পরিস্থিতি সৃষ্টির চেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।

এতে আরও বলা হয়, নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে রাষ্ট্র ও রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বিদ্বেষপ্রসূত ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিদ্রোহের পরিকল্পনাকারী ও হোতাদের জন্য আইনের গেরো শক্ত করার সময় এসেছে।

গত ৯ মে পাকিস্তানের ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে ইমরান খানকে গ্রেপ্তারের পর তার হাজারো কর্মী-সমর্থক সড়কে নেমে বিক্ষোভ করেন। ওই বিক্ষোভের সময় পুলিশ, সেনাবাহিনীর সম্পত্তি ও স্থাপনায় হামলা হয়।

এসব হামলার জন্য ইমরানের সমর্থকদের দায়ী করেছে সরকার, তবে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এসব অভিযোগ অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন।

এ বিভাগের আরো খবর