বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

তেজগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

  • নিজস্ব প্রতিবেদক   
  • ৭ জুন, ২০২৩ ১৫:২৪

ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালেরে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।’

রাজধানীর তেজগাঁও রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে দুলাল হোসেন নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার বেলা ১১টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।

৩৫ বছর বয়সী দুলালকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তার মৃত্যু হয়েছে বলে জানান।

তাকে হাসপাতালে নিয়ে আসেন তেজগাঁও বিভাগের ফায়ার সার্ভিস লিডার আবুল হোসেন।

দুলালের ভাগিনা তরিকুল ইসলাম বলেন, ‘মামা গাড়িচালক। তার গাড়িটি নষ্ট হওয়ায় তেজগাঁওয়ে মেরামত করতে দেয়া হয়। আজ সকালে গাড়িটি আনতে সেখানে যান তিনি।’

ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালেরে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানাকে জানানো হয়েছে।’

এ বিভাগের আরো খবর