বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রাতে গরম একটু বাড়তে পারে

  • নিজস্ব প্রতিবেদক   
  • ৬ জুন, ২০২৩ ১৩:৩৪

বৃষ্টির ফোঁটা হয়তো পড়বে। কিন্তু গরম এতে কমবে না। বরং রাতের দিকে গরম আরও বাড়তে পারে। গরমের সংকট কবে কাটবে তারও নিশ্চয়তা নেই।

টানা তাপপ্রবাহে অস্বস্তিতে মানুষ। সঙ্গে যোগ দিয়েছে লোডশেডিং। ঘরে-বাইরে গরমের দাপট। কোথাও বসে থাকলেও শরীর দিয়ে বেয়ে পড়ছে ঘাম। এই দুর্বিষহ অবস্থা থেকে কিছুটা পরিত্রাণ পেতে এখন আকাশের দিতে তাকিয়ে আছে সবাই।

তবে এ আশা ভঙ্গ করে দিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে, বৃষ্টির ফোঁটা হয়তো পড়বে। কিন্তু গরম এতে কমবে না। বরং রাতের দিকে গরম আরও বাড়তে পারে।

মঙ্গলবার সকাল ৯ থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য দিয়েছে অধিদপ্তর।

অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এতে বলা হয়, রাজশাহী ও পাবনা জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। চট্টগ্রাম, রাঙ্গামাটি, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী ও বান্দরবান জেলাসহ ঢাকা, রংপুর, ময়মনসিংহ, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগসহ এবং রাজশাহী বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে জানিয়ে আবাহওয়ার সার্বিক পর্যবেক্ষণে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাবে সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৪০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এই সময়ের মধ্যে রাঙ্গামাটিতে বৃষ্টি হয়েছে সর্বোচ্চ ১৪ মিলি মিটার।

এ বিভাগের আরো খবর