বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মাইলেজ ইস্যুতে রেলওয়ে কর্মচারীদের আল্টিমেটাম

  • প্রতিবেদক, চট্টগ্রাম   
  • ৪ জুন, ২০২৩ ২২:২১

দাবিগুলো হলো- ১৩ জুনের রানিং স্টাফদের ৭৫ শতাংশ মাইলেজ যোগে মেনশন ও আনুতোষিক নিষ্পত্তি করা, আইবাস++ পদ্ধতিতে রানিং স্টাফদের বেতন-ভাতা প্রদান,  নিয়োগ বিধি-২০২০ সংশোধন করে যোগ্যদের পদোন্নতি দেয়া এবং আউটসোর্সিংয়ের মাধ্যমে চুক্তিভিত্তিক লোক নিয়োগ বন্ধ করা।

চট্টগ্রামে মাইলেজ জটিলতা নিরসনসহ চার দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ রেলওয়ে রানিং কর্মচারী ঐক্যপরিষদ। সমাবেশ থেকে ১৩ জুনের মধ্যে কর্মচারীদের দাবি মেনে নেয়া না হলে পরদিন থেকে নিয়ম অনুযায়ী ৮ ঘণ্টার বেশি কাজ না করার ঘোষণা দেয়া হয়।

রোববার বিকেল ৪টার দিকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তারা।

বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান ও রেলওয়ে গার্ডস কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি মো. রোকনউদ্দিন এই কর্মসূচিতে নেতৃত্ব দেন। রেলওয়ের বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের কর্মচারীরা এতে উপস্থিত ছিলেন।

শ্রমিকদের চার দফা দাবির মধ্যে রয়েছে- ১৩ জুনের রানিং স্টাফদের ৭৫ শতাংশ মাইলেজ যোগে ম্যানশন ও আনুতোষিক নিষ্পত্তি করা, আইবাস++ পদ্ধতিতে রানিং স্টাফদের বেতন-ভাতা প্রদান, নিয়োগ বিধি-২০২০ সংশোধন করে যোগ্যদের পদোন্নতি দেয়া এবং আউটসোর্সিংয়ের মাধ্যমে চুক্তিভিত্তিক লোক নিয়োগ বন্ধ করা।

এ বিভাগের আরো খবর