বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দরজার কব্জায় মিলল ১ কেজি স্বর্ণ, আটক যাত্রী

  • প্রতিবেদক, চট্টগ্রাম   
  • ৪ জুন, ২০২৩ ১৭:৩০

সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে সকাল ৮টার দিকে চট্টগ্রামে পৌঁছেন অভিযুক্ত৷ পরবর্তীতে তার গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করেন এনএসআই ও সিআইআইডির সদস্যরা।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় এক কেজি স্বর্ণ, তিনটি মোবাইল ফোন ও দুটি ল্যাপটপসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে দরজার কব্জার ভেতরে লুকিয়ে তিনি এসব দেশে আনেন।

রোববার সকাল পৌনে ৯টার দিকে এনএসআই ও শুল্ক গোয়েন্দাদের (সিআইআইডি) যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

আটক যাত্রীর নাম আবদুল করিম সজন। ফেনীর পরশুরাম এলাকার বাসিন্দা তিনি।

এনএসআই জানায়, সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে সকাল ৮টার দিকে চট্টগ্রামে পৌঁছেন তিনি৷ পরবর্তীতে তার গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করেন এনএসআই ও সিআইআইডির সদস্যরা।

এ সময় তার ব্যাগ থেকে দরজার কব্জার ভেতর কৌশলে লুকানো ৭৪৬ গ্রাম ওজনের ১২টি দণ্ডাকৃতির স্বর্ণের টুকরো, ১১৬ দশমিক ৫ গ্রাম ওজনের একটি বার এবং ১০০ গ্রাম ওজনের স্বর্ণালংকার পাওয়া যায়।

এ ছাড়া ওই যাত্রীর ব্যাগ থেকে একটি আইফোন-১৪, একটি রেডমি ফোন ও একটি গুগল পিক্সেল মোবাইলফোন এবং দুটি ল্যাপটপ উদ্ধার করা হয়৷

কাস্টম শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বশির আহমেদ বলন, ‘অবৈধভাবে এসব পণ্য এনে বিপুল অংকের শুল্ক ফাঁকি দেয়ার চেষ্টা করছিলেন তিনি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

এ বিভাগের আরো খবর