বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাইসাইকেলের চাকা ঘোরাতে বাড়ছে খরচ

  • নিজস্ব প্রতিবেদক   
  • ১ জুন, ২০২৩ ২০:০৩

বৃহস্পতিবার ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ প্রস্তাব দেন।

স্বল্প খরচ বা স্বাস্থ্যের কথা বিবেচনা করে যারা বাইকেল ব্যবহার করেন, তাদের জন্য কিছুটা দুঃসংবাদ দিচ্ছে এবারের বাজেট। যন্ত্রাংশের আমদানিতে মূল্য সংযোগজন কর বাড়ানোর প্রস্তাবে বাইসেকেলে দাম বাড়তে যাচ্ছে।

বৃহস্পতিবার ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ প্রস্তাব দেন।

মন্ত্রী বাজেট বক্তব্যে বলেন, স্থানীয় বাইসাইকেল উৎপাদনকারী শিল্পের ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্প হিসেবে দেশীয় উদ্যোক্তারা স্প্রোকেট ও ফ্রি হুইল উৎপাদন করে থাকে।

তিনি বলেন, তাই স্প্রোকেট হুইল ও ফ্রি হুইলসহ এ জাতীয় কপিতপয় বাইসাইকেল পার্টস এর আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে বৃদ্ধি করে ১৫ শতাংশ করা যায়।

এর আগে বাজেট উপস্থাপনের জন্য স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর অনুমতি নেন অর্থমন্ত্রী। স্পিকারের অনুমতিক্রমে মন্ত্রী বাজেট বক্তৃতা শুরু করেন। তার আগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভায় প্রস্তাবিত বাজেট অনুমোদন দেয়া হয়।

সরকারের পরিকল্পনা অনুযায়ী ২০৪১ সালের মধ্যে সুখী, সমৃদ্ধ, উন্নত, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যকে সামনে রেখে ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

জাতীয় সংসদে টানা পঞ্চমবারের মতো বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী। এটি দেশের ইতিহাসে ৫২তম ও আওয়ামী লীগ সরকারের পাঁচ মেয়াদের ২৪তম বাজেট।

এ বিভাগের আরো খবর