বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মধুটিলার হরিণ দুর্বৃত্তদের পেটে

  • প্রতিনিধি, শেরপুর   
  • ৩০ মে, ২০২৩ ২১:৫৬

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ে অবস্থিত মধুটিলা ইকোপার্কের মিনি চিড়িয়াখানায় একটি চিত্রা হরিণ ছিল। রোববার রাতে সেটি চুরি করে দুর্বৃত্তরা জবাই করে খেয়ে ফেলে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

শেরপুরের নালিতাবাড়ীতে মধুটিলা ইকোপার্কে মিনি চিড়িয়াখানার একটি চিত্রা হরিণ রাতের আঁধারে জবাই করে খেয়ে ফেলেছে দুর্বৃত্তরা। রোববার রাতের এ ঘটনায় ৭ থেকে ৮জন জড়িত থাকার তথ্য মিলেছে।

হরিণ জবাই করার এ ঘটনায় জড়িত থাকার দায়ে বাদশা মিয়া নামে একজনকে সোমবার আটক করা হয়। মঙ্গলবার তাকে শেরপুর আদালতে পাঠায় পুলিশ। জবাই করা হরিণটির চামড়া উদ্ধার করা হয়েছে।

বন বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, ময়মনসিংহ বন বিভাগের আওতাধীন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ে অবস্থিত মধুটিলা ইকোপার্ক। সেখানে মিনি চিড়িয়াখানায় একটি চিত্রা হরিণ ছিল। রোববার রাতে সেটি চুরি করে দুর্বৃত্তরা।

সোমবার বিষয়টি জানতে পেরে তদন্তে নামে বন বিভাগ। এক পর্যায়ে বাতকুচি বাজার থেকে ওই গ্রামের জাহেদ আলীর ছেলে বাদশা মিয়াকে আটক করেন বন বিভাগের লোকজন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে বাদশা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে তার দেয়া তথ্য অনুযায়ী বাদশা মিয়ার পুকুর থেকে জবাই করা হরিণের চামড়া উদ্ধার করা হয়।

মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, বাদশার স্বীকারোক্তি অনুযায়ী ৭ থেকে ৮ জন মিলে হরিণটি চুরি করে জবাই করে মাংস ভাগ-বাটোয়ারা করে নেয়। পরে হরিণের চামড়া পুকুরে ফেলে দেয়। জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে।

এ ঘটনায় রেঞ্জ কর্মকর্তা বাদী হয়ে বন্যপ্রাণী সংরক্ষণ আইন-২০১২ অনুযায়ী একটি মামলা করেছেন। মঙ্গলবার আটক বাদশাকে শেরপুর আদালতে সোপর্দ করা হয়।

এদিকে পার্কের সংরক্ষিত এলাকা থেকে হরিণ খোয়া যাওয়ার বিষয়টিকে স্বাভাবিকভাবে দেখছে না পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন। সংগঠনটির পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদসহ দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে। একইসঙ্গে ইকোপার্কে বণ্যপ্রাণী রক্ষায় ব্যর্থতার দায়ে বনবিভাগের সংশ্লিষ্টদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়েছে।

এ বিভাগের আরো খবর