‘নৌকা ছাড়া কাউকে ভোটকেন্দ্রে আসতে দেবেন না’ এমন ত্রাস সৃষ্টিকারী ও ভীতিমূলক বক্তব্য দেয়ায় গাজীপুর সিটির ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আজিজুর রহমানকে ঢাকায় তলব করেছে নির্বাচন কমিশন (ইসি)৷ ২৪ মে বিকেল ৩টায় নির্বাচন ভবনে হাজির হয়ে তাকে ওই বক্তব্যের ব্যাখা দিতে নির্দেশ দিয়েছে ইসি।
মঙ্গলবার নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার সহকারী পরিচালক আশাদুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়৷
বিজ্ঞপ্তি বলা হয়, ২২ মে সন্ধ্যা ৭টায় গাজীপুর সিটির ৪০ নম্বর ওয়ার্ডের পুবাইল এলাকার কলের বাজার নামক স্থানে মিছিল ও জনসভা করেন ওই ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জনাব মো. আজিজুর রহমান। জনসভায় ‘নৌকা ছাড়া কাউকে ভোটকেন্দ্রে আসতে দেবেন না’ মর্মে ত্রাস সৃষ্টি ও ভীতি প্রদর্শনমূলক বক্তব্য প্রদান করেন তিনি যা বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে।
নির্বাচন কমিশনের নির্দেশক্রমে বিষয় নিয়ে তদন্ত করে রিটার্নিং কর্মকর্তা প্রতিবেদন দাখিল করেন এবং তদন্তে বর্ণিত বিষয়টির প্রাথমিক সত্যতা প্রমাণিত হওয়ায় নির্বাচন কমিশন ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জনাব মো. আজিজুর রহমানকে ২৪ মে বিকেল ৩টায় নির্বাচন কমিশনে (কক্ষ নং ৩১৪, নির্বাচন ভবন) ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশনা প্রদান করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বেআইনি মিছিল, জনসভা ও ত্রাস সৃষ্টি এবং ভীতি প্রদর্শনমূলক বক্তব্য প্রদান স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) নির্বাচন বিধিমালা, ২০১০-এর বিধি ৯১ এবং সিটি কর্পোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬-এর বিধি ৩১ ও ৩২ এর পরিপন্থী।