বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বজ্রপাতে ড্রেজার শ্রমিক নিহত

  • প্রতিনিধি, জামালপুর    
  • ২২ মে, ২০২৩ ১০:৪০

মাদারগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফিরোজ উদ্দিন জানান, কারো কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

জামালপুরের মাদারগঞ্জে বজ্রপাতে এক ড্রেজার শ্রমিক নিহত হয়েছেন। এসময় আরও দুইজন শ্রমিক আহত হয়েছেন।

উপজেলার খরকা বিলের পাশে রোববার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

প্রাণ হারানো ২৫ বছর বয়সী জহুরুল ইসলাম টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার সোনামুই গ্রামের সুরুজ মিয়ার ছেলে।

আহত শ্রমিকরা হলেন কিশোরগঞ্জের মিঠাইন উপজেলার গজবপুর গ্রামের ৪৭ বছর বয়সী রুহুল আমিন ও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার হাসেম মিয়ার ছেলে ২০ বছর বয়সী ফয়সাল।

স্থানীয়দের বরাত দিয়ে মাদারগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফিরোজ উদ্দিন জানান, জহুরুল ইসলাম, রুহুল আমিন ও ফয়সাল ড্রেজারের কাজ করছিল। এমন সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই জহুরুল নিহত হন। এসময় রুহুল আমিন ও ফয়সাল আহত হন। পরে অপর শ্রমিকরা তাদের উদ্ধার করে মাদারগঞ্জ ১০০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক ডা. আলী আহমেদ শিমুল জহুরুল ইসলামকে মৃত বলা জানান। আরও আহতদের অবস্থা শঙ্কামুক্ত বলে জানান চিকিৎসক।

তিনি আরও জানান, কারো কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

এ বিভাগের আরো খবর