ময়মনসিংহে বজ্রপাতে এক শিশু ও এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই শিশু।
রোববার বিকেল ৪টার দিকে গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন নিগুয়ারি ইউনিয়নের তললী গ্রামে এবং সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ত্রিশাল উপজেলার কানিহরি ইউনিয়নের কোটপাড়া গ্রামে এ দুটি ঘটনা ঘটে।
নিহতরা হলো- তললী গ্রামের জহির উদ্দিনের ১৫ বছর বয়সী ছেলে মোহাম্মদ আসিফ ও কোটপাড়া গ্রামের আবুল ফরাজীর ৯ বছর বয়সী ছেলে জুনায়েদ।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহাম্মদ নিউজবাংলাকে বলেন, ‘বিকেলে বাড়ির পাশে তললী কোনাপাড়া মসজিদ মাঠে ফুটবল খেলছিল আসিফ। এ সময় বৃষ্টি হয়। এক পর্যায়ে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায় আসিফ।’
ত্রিশালের নিগুয়ারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজউদ্দিন আহমেদ বলেন, ‘সন্ধ্যায় বৃষ্টির সঙ্গে ঝড়ো বাতাস বইছিল। বাড়ির পাশে বাতাসে ঝরে পড়া আম কুড়াতে যায় জুনায়েদসহ আরও কয়েকটি শিশু। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায় জুনায়েদ। আহত হয় আরও দুই শিশু। পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।