সিরাজগঞ্জে ‘চরমপন্থী’র তিন শতাধিক সদস্য আগ্নেয়াস্ত্রসহ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের কাছে আত্মসমর্পণ করেছেন।
রোববার র্যাব-১২ এর সদর দপ্তরে তারা আত্মসমর্পণ করেন। এদের মধ্যে সিরাজগঞ্জ ছাড়াও টাঙ্গাইল, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, মেহেরপুর ও রাজবাড়ী জেলার সদস্যরা রয়েছেন।
আত্মসমর্পণ অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেনজীর আহমেদ, সংসদ সদস্য তানভীর শাকিল জয়, হাবিবে মিল্লাত, মো. আবদুল আজিজ, তানভীর ইমাম, মেরিনা জাহান, পুলিশের মহপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আসাদুজ্জামান খান বলেন, ‘কেউ যদি মনে করেন যে আমরা দুর্গম এলাকায় বসে থাকব, অপরাধ করব আর আপনারা ধরতে পারবেন না; তাহলে তারা বোকার স্বর্গে বাস করছেন। বিপথগামীদের ফেরাতে নানা পদক্ষেপ নেয়া হচ্ছে। আর্থিক সহযোগিতা থেকে শুরু করে কর্মসংস্থানের সুযোগ পর্যন্ত করে দেয়া হচ্ছে। প্রধানমন্ত্রী সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করেছেন।’
তিনি আরও বলেন, ‘র্যাব ভালো কাজ করে যাচ্ছে, আস্থা অর্জন করেছে। এ জন্যই চরমপন্থীরা আত্মসমর্পণের জন্য র্যাবের সঙ্গে যোগাযোগ করেছিলেন। র্যাব আইনশৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি মাদক ও সন্ত্রাস নির্মূলে কাজ করে যাচ্ছে।’
র্যাবের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন বলেন, ‘যে সব চরমপন্থী নিজেদের ভুল বুঝতে পেরে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন, তাদের সাধুবাদ জানাই। যারা সন্ত্রাসী কার্যক্রমে জড়িত হবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেবে র্যাব।’