সেন্ট মার্টিনে ঘূর্ণিঝড় ‘মোখা’য় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
শুক্রবার কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা এইচ এম এম হারুন-অর-রশীদ (বিএন) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
কোস্টগার্ডের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ কোস্টগার্ড বিভিন্ন কর্মসূচি পালন করছে। ক্ষতিগ্রস্তদের সাহায্যের অংশ হিসেবে কোস্টগার্ড জাহাজ কামরুজ্জামান কতৃর্ক সেন্টমার্টিন এলাকায় প্রয়োজনীয় ত্রাণসামগ্রী (চাল, ডাল, চিড়া, চিনি, লবণ, সয়াবিন তেল, ম্যাচ, মোমবাতি) বিতরণ করা হয়।
কর্মহীন ও দুঃস্থদের সাহায্যে বাংলাদেশ কোস্টগার্ডের এই কর্মসূচি অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
রোববার (১৪ মে) দেশের উপকূলীয় অঞ্চল কক্সবাজার, টেকনাফ ও সেন্টমার্টিনের ওপর ওই ঘূর্ণিঝড় আঘাত হানে। এতে এই উপকূলীয় অঞ্চলের অসহায় ও দুঃস্থ মানুষেরা নানা ক্ষতির শিকার হয়।