ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ২৫ কোটি টাকার ২০৪টি স্বর্ণের বার জব্দ করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে একটি ফ্লাইট থেকে ওই স্বর্ণ জব্দ করা হয়।
ঢাকা কাস্টমস হাউজের উপ-কমিশনার (ডিসি) মোকাদ্দিস হোসেন, জেবুন্নেসা এবং সেগুফতা মাহজাবিনের নেতৃত্বে একটি দল এই অভিযান চালায়।
সেগুফতা মাহজাবিন জানান, বেলা ১১টা ২৫ মিনিটে বিমানবন্দরে অবতরণ করে চট্টগ্রাম হয়ে আসা মাস্কাট থেকে বাংলাদেশ বিমানের বিজি-১২২ ফ্লাইটটি। গোয়েন্দা তথ্যে বিমানটি আসার পর পরই ঘিরে ফেলেন প্রিভেন্টিভ কর্মকর্তারা।
তিনি জানান, পরে তল্লাশি করে বিমানের কার্গো হোল্ডের ভেতরে কেবিনেটে পরিত্যক্ত অবস্থায় কাপড়ে মোড়ানো ২০৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার করা এই স্বর্ণের ওজন ২৩ কেজি ৬৬০ গ্রাম এবং মূল্য প্রায় ২৫ কোটি টাকা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।