বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চাঁদপুরে মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে ২ কিশোর নিহত

  • প্রতিনিধি, চাঁদপুর   
  • ১২ মে, ২০২৩ ১৯:৫২

পুলিশ বলছে, দুপুরে কয়েকজন বন্ধুর সাথে মোটরসাইকেলে চড়ে বের হয় অনিম ও সাব্বির। এ সময় ঘটনাস্থলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিএনজিকে ধাক্কা দিলে ঘঠনাস্থলেই তারা নিহত হয়।

চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে।

সদর উপজেলার চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কের বাগাদী গাছতলা এলাকায় শুক্রবার বিকেলে দুর্ঘটনা ঘটে।

নিহত সাব্বির চাঁদপুর চৌধুরীপাড়া এলাকার মালিক প্রধানীয়ার ছেলে ও শহরের আল-আমিন স্কুল অ্যান্ড কলেজের ১০ শ্রেণির শিক্ষার্থী ছিল। অনিম আদর্শ মুসলিম পাড়া এলাকার ফজলুল হকের ছেলে। সে পুরানবাজার ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিহতদের স্বজনদের বরাতে পুলিশ জানায়, দুপুরে কয়েকজন বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে চড়ে বের হয় অনিম ও সাব্বির। এ সময় ঘটনাস্থলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিএনজিকে ধাক্কা দিলে ঘঠনাস্থলেই তারা নিহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে।

পরে হাসপাতাল থেকে দু জনের মরদেহ চাঁদপুর মডেল থানা হেফাজতে নেয়া হয়।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসক মিজানুর রহমান বলেন, ‘দুই কিশোরকে হাসপাতালে আনার অনেক আগেই তাদের মৃত্যু হয়। তাদের শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। এর মধ্যে মাথায় আঘাতের চিহ্ন বেশি।’

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বলেন, ‘নিহত দুই কিশোরের মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকলে আবেদন করে মরদেহ নিয়ে যেতে পারবে।’

এ বিভাগের আরো খবর