বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বখাটের হামলায় নিহত স্কুলছাত্রীর বড় বোনকে চাকরি

  • প্রতিনিধি, নেত্রকোনা   
  • ৯ মে, ২০২৩ ১৮:৫৫

মুক্তির আরও পাঁচ বোন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করছে। তাই তিনি তাদের শিক্ষা অব্যাহত রাখতে সবরকমের সহযোগিতার আশ্বাস দেন। তাছাড়া তাৎক্ষণিকভাবে তাঁর কার্যালয়ের নেজারত শাখায় মুক্তির বিএ পাশ বড়বোন নিপা রানী বর্মণের আউটসোর্সিংয়ে চাকরির ব্যবস্থা করেন ডিসি।

নেত্রকোনার বারহাট্টা উপজেলার প্রেমনগর ছালিপুড়া গ্রামে বখাটে কিশোরের হামলায় নিহত ১৬ বছর বয়সী স্কুলছাত্রী মুক্তি রানী বর্মণের বড় বোন নিপা রানী বর্মণকে চাকরি দিয়েছেন নেত্রকোনার জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত শাখায় আউট সোর্সিংয়ে নিপাকে চাকরি দেওয়া হয়।

জানা গেছে, মঙ্গলবার সকালে মুক্তির বাবা নিখিল চন্দ্র বর্মণসহ তাদের পরিবারের সদস্যরা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের কার্যালয়ে গিয়ে দেখা করেন। এ সময় তারা জেলা প্রশাসকের কাছে মুক্তি হত্যার ন্যায় বিচার প্রাপ্তিতে সব ধরনের সহযোগিতা চান।

অঞ্জনা খান দীর্ঘক্ষণ তাদের কথা শোনেন এবং জানতে পারেন, মুক্তির আরও পাঁচ বোন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করছে। তাই তিনি তাদের শিক্ষা অব্যাহত রাখতে সবরকমের সহযোগিতার আশ্বাস দেন। তাছাড়া তাৎক্ষণিকভাবে তাঁর কার্যালয়ের নেজারত শাখায় মুক্তির বিএ পাশ বড়বোন নিপা রানী বর্মণের আউটসোর্সিংয়ে চাকরির ব্যবস্থা করেন।

এ সময় জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা ছাড়াও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এ্যাডভোকেট সিতাংশু বিকাশ আচার্য, জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক লিটন চন্দ্র পন্ডিত, বারহাট্টা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার সাহা সেন্টুসহ স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক অঞ্জনা খান বলেন, ‘মুক্তি হত্যার ঘটনাটি আমাদের মনে কঠিন দাগ কেটে গেছে। এই সময়ে তার পরিবারটির পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। প্রশাসনে চাকরির সঙ্গে কিছু মানবিক দায়িত্বও রয়েছে আমাদের। সে দায়িত্ব থেকেই তাৎক্ষণিকভাবে মুক্তির বড়বোনের জন্য একটা চাকরির ব্যবস্থা করেছি। এতে পরিবারটি অর্থনৈতিকভাবে কিছুটা সহায়তা পাবে। তাছাড়া পরিবারটিও আমাদের সুনজরে থাকবে।’বারহাট্টার প্রেমনগর ছালিপুড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী মুক্তি রানী বর্মণকে গত ২ মে স্কুল থেকে ফেরার পথে দা দিয়ে কুপিয়ে হত্যা করে একই গ্রামের কাওসার মিয়া নামের এক বখাটে কিশোর। প্রেমে সাড়া না দেয়ায় সে এমন নৃশংস ঘটনা ঘটায় সে।

এ বিভাগের আরো খবর