ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে সোমবার সকাল ৯টার দিকে ধানমন্ডি লেকে ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে দুপুর দেড়টার দিকে মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
রাজধানীর ধানমন্ডি লেক থেকে এক ফার্মাসিস্টের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রাণ হারানো ৫৪ বছর বয়সী মো. ইমতিয়াজ একজন ফার্মাসিস্ট।
ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে সোমবার সকাল ৯টার দিকে ধানমন্ডি লেকে ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে দুপুর দেড়টার দিকে মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ বিষয়ে আরও তথ্য জানার চেষ্টা চলছে।