গেন্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
রাজধানীর গেন্ডারিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত ও একজন আহত হয়েছেন।
গেন্ডারিয়ার কাউয়ারটেক সিএমবি খালপাড়ে সোমবার রাত তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরোহীরা হলেন ৩০ বছর বয়সী মো. আবুল খায়ের ও ২৬ বছর বয়সী মো. সাব্বির।
আহত ২৫ বছর বয়সী মো. নাইমের অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছে পুলিশ।
গেন্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
নিহত ব্যক্তিদের মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) রাখা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।